অনলাইন ডেস্ক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি উপাচার্য অমিত চাকমাকে সংবর্ধনা দিয়েছে সেখানকার এক বিশ্ববিদ্যালয় সংগঠন। অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র, কর্মরত বাংলাদেশি ও প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘বাংলাদেশি কমিউনিটি অব ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।’
গত শনিবার বিকেলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থের লিডারভিল টাউন হল মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রকৌশলী ও শিক্ষাবিদ অমিত চাকমা। চলতি বছরের জুলাইয়ে দেশটির ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ে ১৯তম উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির সাংস্কৃতিক আয়োজন পর্বে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে দেশাত্ববোধক গান, নাচ, আদিবাসী নাচ, কবিতা আবৃত্তি মঞ্চায়িত হয়। আর সাংস্কৃতিক পর্বের অন্যতম আকর্ষণ ছিল দর্শকদের অনুরোধে অধ্যাপক অমিত চাকমা ও তাঁর সহধর্মিনী মীনা চাকমার পরিবেশনায় চাকমা ভাষায় গান পরিবেশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক অমিত চাকমা বলেন, ‘আপনারা আমাকে দেশের কৃতী সন্তান বলছেন, কিন্তু আমি বিশ্বাস করি, আপনারা সবাই অনেক মেধাবী।’
প্রাকৃতিক গ্যাস প্রকৌশল ও পেট্রোলিয়াম বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক গবেষণার জন্য খ্যাতি অর্জন করেন ড. অমিত চাকমা। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ‘ডক্টরেট অব সায়েন্স’ ডিগ্রি প্রদান করে। ১৯৫৯ সালে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে জন্ম নেওয়া অমিত কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া থেকে রাসায়নিক প্রকৌশল বিষয়ে এমএএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সবশেষ তিনি দুই মেয়াদে কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উপাচার্য হিসেবে প্রায় এক দশক দায়িত্ব পালন করেছেন।
Discussion about this post