নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরীর ওমরগণি এম. ই. এস. কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বাহারউদ্দিন মোঃ জোবায়ের অনলাইনে ২০০তম ক্লাস পূর্ণ করায় বিভাগের শিক্ষার্থীরা কলেজ কনফারেন্স কক্ষে আজ ৩ ডিসেম্বর ২০২০ সকাল ১১টায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
কলেজের উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম ছিদ্দিকীর সভাপতিত্বে ও হিসাববিজ্ঞান বিভাগ ৩য় বর্ষের ছাত্র মোঃ আরশাদ আবিদের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আ. ন. ম. সরওয়ার আলম। আলোচনায় অংশগ্রহণ করেন সংবর্ধিত শিক্ষক বাহারউদ্দিন মোঃ জোবায়ের, অধ্যাপক তহমিনা আখতার, অধ্যাপক নুরুল আমিন, অধ্যাপক সোহানা শারমিন, অধ্যাপক জেসমিন আকতার, অধ্যাপক মিনু আরা বেগম প্রমুখ।
হিসাববিজ্ঞানের শিক্ষার্থী ইমাম হোসেন কর্তৃক কোরআন তিলাওয়াত ও সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন মোঃ ইসমাইল হোসেন ও আলিফ মোঃ সোবহান প্রমূখ। অধ্যাপক বাহারউদ্দিন মোঃ জোবায়ের তাঁর বক্তব্যে বলেন, আমার এ শ্রম দেশের ভিতরে ও বাইরে বাংলাভাষাভাষী সকল শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করা হল। সকল শিক্ষার্থীরা এতে উপকৃত হয়েছে বলে আমার বিশ্বাস। অনলাইনে ২০০তম ক্লাসে পৌঁছাতে আমাকে প্রতিদিন ৬/৮ ঘণ্টা পরিশ্রম করতে হয়েছে।
তিনি দৃঢ়তার সাথে বলেন, করোনাকালীন ০১ এপ্রিল ২০২০ থেকে আমি নিজের দায়িত্ববোধ থেকেই অনলাইনে ক্লাসসমূহ পরিচালনা করে আসছি। আজকের সংবর্ধনা শুধু আমার নয়; ওমর গণি এম. ই. এস. কলেজ এবং অনলাইন সক্রিয় সকল শিক্ষকের প্রাপ্য বলে আমি মনে করি। এছাড়া আমার ক্লাসসমূহ পরবর্তী প্রজন্মেও শিক্ষার্থীরা youtube channel : baharzubair এর মাধ্যমে অনুসরণ করতে পারবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আ. ন. ম. সরওয়ার আলম বলেন, ওমরগণি এম. ই. এস. কলেজ সহ দেশের শিক্ষক সমাজের ইতিহাসে এই প্রয়াস মাইলফলক হয়ে থাকবে। সভাপতি মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী সমাপনী বক্তব্যে অধ্যাপক বাহারউদ্দিন জোবায়ের এর সক্রিয় অবদানকে শিক্ষার্থীদের গুণগত মানবৃদ্ধি ও মানবকল্যাণে নিয়োজিত করার আহবান জানান।
Discussion about this post