আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি বছরের ডিজিটাল ওয়ার্ল্ড মেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেই অনুষ্ঠানে অনলাইনে ক্লাস ও ডিজিটাল কন্টেন্ট তৈরিতে বিশেষ অবদান রাখার জন্য শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার।
ইতোমধ্যে একটি করে শ্রেষ্ঠ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় এবং একজন করে শ্রেষ্ঠ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের নাম শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছেন শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা। অনলাইন ক্লাস ও ডিজিটাল কন্টেন্ট তৈরিতে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের এই স্বীকৃতি করোনাকালে অনলাইন শিক্ষা কার্যকক্রমকে এগিয়ে নিতে উৎসাহ যোগাবে বলে তারা জানান।
Discussion about this post