এর আগে গত ১৫ নভেম্বর থেকে ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণসহ ৭ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। শিক্ষকদের দাবিগুলোর মধ্যে ছিল – প্রাথমিক বিদ্যালয়ের মতো সব ইবতেদায়ি মাদরাসাকে মুজিববর্ষে সরকারিকরণের ঘোষণা। কোডবিহীন মাদরাসাগুলোকে বোর্ড থেকে কোড নম্বর দেয়া, একজন আলিম শিক্ষকের পরিবর্তে, একজন এইচএসসি পাস শিক্ষক অন্তর্ভুক্ত করা, মাদরাসায় অফিস সহায়ক নিয়োগ, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, আসবাবপত্রসহ ভবন নির্মাণ এবং মাদরাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা। অবস্থান কর্মসূচিতে সারাদেশ থেকে আসা কয়েকশ শিক্ষক অংশ নিয়েছিলেন।
Discussion about this post