আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ঘোষণা করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদনের পর গতকাল সোমবার অধ্যাপক ড. আব্দুল খালেককে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপাকে সদস্য সচিব করে ৪০ সদস্যের এই উপকমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- ডা. আফছারুল আমীন এমপি, আব্দুল কুদ্দুস এমপি, এ কে এম শাহজাহান কামাল এমপি, ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, এমএ মতিন এমপি, এইচএম বদিউজ্জামান সোহাগ, এসএম জাকির হোসেন, সোহেলী সুলতানা সুমী, অধ্যাপক ড. জাকিয়া পারভীন, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ, অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলাম, অধ্যাপক ড. আবুল কাশেম (রাবি), অধ্যাপক প্রিয়ব্রত পাল, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. কেএম সালাহ উদ্দীন, ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, অধ্যক্ষ আমেনা বেগম, ড. আমিনুর রহমান সুলতান, অধ্যক্ষ হোসনে আরা, সহযোগী অধ্যাপক জোবায়ের আলম, কেএম আবিদুর রহমান লিটু, শিউলী আফসার, নুরজাহান আক্তার সবুজ, জেনিফার ইউসুফ ঝিনু, শেখ মামুন-উর-রশিদ, হাবিবুল্লাহ বাহার কলেজের সহকারি অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদার, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, মতিউর রহমান লালটু, নুরুল ইসলাম বিজন, এসএম মনিরুল ইসলাম মনি, মোর্শেদুজ্জামান সেলিম, রওশন আলম, তাপসী ব্যানার্জি, মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী, ছাব্বির হোসেন, মেহেদী জামিল ও মুজাহিদুল হক সৌরভ।
Discussion about this post