ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে কোনো শিক্ষক অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
তিনি বলেন, কোনো শিক্ষার্থী যদি ইউটিউব কিংবা ফেসবুক থেকে উত্তর লিখে জমা দেয় তাহলে সেটি অনৈতিক হবে। আমরা শিক্ষার্থীদের কোন কোন বিষয়ে পড়ালেখায় গ্যাপ রয়েছে সেটি যাচাইয়ের জন্যই এই অ্যাসাইমেন্টের ব্যবস্থা করেছি।
সবাই যদি সব প্রশ্নের উত্তর সঠিক দেয় তাহলে সবাইকেই তো ‘অতি উত্তম’ দিতে হবে। তখন শিক্ষার্থীদের কোন বিষয়ে সমস্যা সেটি বুঝবেন কীভাবে? জানতে চাইলে তিনি বলেন, সব ছাত্র-ছাত্রীর মূল্যায়ন এক হবার সম্ভাবনা নেই। কেননা কেই কপি করে উত্তর দিলে শিক্ষকরা সেটি বুঝতে পারেন। ফলে ওই শিক্ষার্থীকে আবারও অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়। আর অ্যাসাইনমেন্ট মূল্যায়নে কোনো শিক্ষক যদি গাফিলতি করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post