এ তথ্য নিশ্চিত করেছেন এমপিও নীতিমালা সংশোধন কমিটির আহ্বায়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন।
তিনি বলেন, উচ্চতর শিক্ষা ডিগ্রি ও জনস্বার্থে প্রকাশিত গবেষণা প্রবন্ধের জন্য শিক্ষকদের পদোন্নতিতে অগ্রাধিকার পাবেন। এ ক্ষেত্রে কলেজের প্রভাষকদের পদোন্নতির ক্ষেত্রে মার্কিং করা হয়। চাকরিরত অবস্থায় শিক্ষকদের বিভিন্ন তথ্য পদোন্নতির ক্ষেত্রে মার্কিং হিসেবে চিহ্নিত হবে। সেখানে গবেষণা ও পিএইচডি ডিগ্রি অর্থাৎ উচ্চতর শিক্ষা ডিগ্রি বা জনস্বার্থে প্রকাশিত প্রবন্ধের ওপর মার্ক আছে। সে মার্কযুক্ত হলে পিএইচডি ডিগ্রিধারী কলেজের প্রভাষকরা পদোন্নতিতে অগ্রাধিকার পাবেন।
Discussion about this post