নিউজ ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে তিনজন শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত উচ্চ আদালতের রায়ের স্থগিতাদেশ বহাল থাকছে।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট-অন-রেকর্ড মধুমালতী চৌধুরী বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।চলতি মাসে আপিল বিভাগে চলতি নিয়মিত লিভ টু আপিল দায়ের করলে আদালত তা মঞ্জুর করে এ স্থগিতাদেশ দেন।
এর আগে, ওই বিভাগে শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিটের শুনানি শেষে গত ২৯ জানুয়ারি নিয়োগ বাতিলের আদেশ দেন হাইকোর্ট। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিয়োগপ্রাপ্ত তিন শিক্ষক পৃথক সিভিল মিসলেনিয়াস পিটিশন (সিএমপি) দায়েরের পর আদালত চলতি বছরের ১০ ফেব্রুয়ারি চার সপ্তাহের স্থগিতাদেশ দেন।
করোনা পরিস্থিতির কারণে আদালত বন্ধ থাকায় নিয়োগ বাতিলের আদেশের দীর্ঘ সময় পর গত ২৩ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায় পাওয়ার পর আপিল বিভাগে নিয়মিত আপিল দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট-অন-রেকর্ড মধুমালতী চৌধুরী বড়ুয়া বলেন, বিবাদী পক্ষ আপিলের আবেদন করলে আদালত মঞ্জুর করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০১৬ সালের নভেম্বরে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তিনটি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে প্ল্যানিং কমিটি প্রভাষক পদে প্ল্যান্ট প্যাথলজি, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ও অ্যাগ্রোনমি /অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন থেকে পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়।
Discussion about this post