নিজস্ব প্রতিবেদক
দেশের অনার্স-মাস্টার্স শিক্ষকরাও এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর সংশোধনীতে এমপিওভুক্তির সুযোগ চান। সারাদেশের ৩১৫টি কলেজের সাড়ে ৫ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষককে এমপিওভুক্তির দাবি জানিয়েছেন তারা। এমপিওভুক্ত করা না হলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, ১৯৯৩ খ্রিষ্টাব্দে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি কলেজগুলোতে অনার্স-মাস্টার্স কোর্স চালু হয়। ৩১৫ টি কলেজে বর্তমানে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সাড়ে ৫ হাজার শিক্ষক শুধুমাত্র জনবল কাঠামোর বাইরে থাকায় দীর্ঘ আটাশ বছর এমপিওভুক্ত হতে পারেননি। ডিগ্রি তৃতীয় শিক্ষকরা প্যাটার্ণ বহির্ভূত হলেও এমপিওভুক্ত হয়েছেন। অনার্স-মাস্টার্স শিক্ষকরা শিক্ষক নিবন্ধন সনদধারী এবং সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নিয়োগ পেয়েও এমপিও সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অন্যদিকে মাদরাসা ফাজিল ও কামিল(মাস্টার্স) পর্যায়ে শিক্ষকরা এমপিওভুক্ত হয়েছেন। কিন্তু বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরা বঞ্চিত রয়েছেন।
তাই সংবাদ সম্মেলনে অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান শিক্ষক নেতারা। তারা আরও বলেন, সাড়ে ৫ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষককে দ্রুত এমপিওভুক্ত করা না হলে ভবিষ্যতে আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।
Discussion about this post