নিজস্ব প্রতিবেদক
টাইমস্কেল জটিলতা নিরসন, ১০ম গ্রেড ও পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে দেখা করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। আগামী ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাক্ষাত করার অনুমতি পেয়েছেন তারা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব এ, বি, এম রওশন কবির স্বাক্ষরিত এক অনুমতিপত্রে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল সভায় অংশ নেবেন।
সমিতি সূত্রে জানা গেছে, সভায় প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন ও প্রধান শিক্ষকদের টাইমস্কেল, বিভাগীয় পদোন্নতি, ১০ম গ্রেড, চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের পদ স্থায়ীকরনসহ বেশকিছু সমস্যার সমাধান নিয়ে সভায় আলোচনা হবে।
এ বিষয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. বদরুল আলম (মুকুল) আজ সোমবার (১৮ জানুয়ারি) বলেন, ‘আমাদের বেশকিছু দাবি দীর্ঘদিনেও পূরণ হয়নি। সেজন্য আমরা সচিবের সঙ্গে দেখা করছি। আশা করি, সমস্যার সমাধান হবে।’
তিনি বলেন, ‘টাইমস্কেল জটিলতা নিরসন, ১০ম গ্রেড ও পদোন্নতিসহ বিভিন্ন বিষয় অমীমাংসিত রয়েছে। ফিক্সেশন জটিলতায় শিক্ষকরা বেতন কম পাচ্ছেন। অনেক প্রধান শিক্ষকদের বেতন সহকারী শিক্ষকদের চেয়েও কম। এসব সমস্যা সমাধানে আমরা সচিবের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলাম। তিনি আমাদেরকে আগামী বৃহস্পতিবার সময় দিয়েছেন।’
Discussion about this post