নিজস্ব প্রতিবেদক
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলির আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে এসব শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ করার কথা থাকলেও সে সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপকরা জানান, বদলির আবেদনের লিংক ওপেন না হওয়া ইন্টারনেটের ধীরগতিসহ নানা জটিলতায় তাদের বদলির আবেদন করতে সমস্যা হচ্ছে।
এমন পরিস্থিতিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলির আবেদনের সময় বাড়ালো শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তর বলেছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের বদলির আবেদনের সময় ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর ৩ ফেব্রুয়ারি মধ্যে অনলাইনে অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধান তার কলেজের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া আবেদনগুলো অধিদপ্তরে অগ্রায়ন করবেন ও প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক সৃষ্ট ও শূন্যপদের তথ্য হালনাগাদ করবেন।
Discussion about this post