নিজস্ব প্রতিবেদক
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ৫০ শতাংশ সহাকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেয়া হচ্ছে। শিক্ষকদের অন্তর্ভুক্ত করে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির সংশোধিত খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ৭ হাজার ২৮৭ জন শিক্ষক স্থান পেয়েছেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
নতুন নিয়োগ বিধিমালা অনুসারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়া হবে বলে ২০১৮ খ্রিষ্টাব্দে জানায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।এদিকে গত বছরের অক্টোবর পর্যন্ত সরকারি স্কুল শিক্ষকদের পদোন্নতির প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে এনেছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কিন্তু এরপর আইনি জটিলতায় আটকে যায় পদোন্নতি। সম্প্রতি সে জটিলতার অবসান হওয়ায় আবারও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের পদোন্নতির কাজ শুরু করে।
অধিদপ্তর বলছে, সংশোধিত খসড়া তালিকায় কোন শিক্ষকের আপত্তি থাকলে আগামী ২৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে প্রমাণক কাগজপত্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে উপস্তি হয়ে ব্যাক্তিগত শুনানিতে অংশ নিতে হবে।
শিক্ষার আলোর সম্মানিত পাঠকদের জন্য সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির সংশোধিত খসড়া তালিকা তুলে ধরা হল।
Discussion about this post