নিজস্ব প্রতিবেদক
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির জন্য সংশোধিত খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সহকারী শিক্ষকদের পদোন্নতির মধ্য দিয়ে প্রথম শ্রেণির নন-ক্যাডার শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে। প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে বলে সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, ২০১১ ও ২০১২ খ্রিষ্টাব্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করা শিক্ষকদের জ্যেষ্ঠতা নিয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হলে নতুনভাবে সংশোধনী আনা হয়েছে। সংশোধিত তালিকা প্রকাশের পর তা নিয়ে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। প্রথমে সাড়ে ছয় হাজার শিক্ষকের তালিকা তৈরি করা হলেও বর্তমানে সাত হাজার ২৭৪ জনকে জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১৫ খ্রিষ্টাব্দে পদোন্নতি সংক্রান্ত আদালতের নির্দেশনা খসড়া তালিকায় উল্লেখ করা হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে তা সহায়ক হতে পারে। শিক্ষকদের পদোন্নতির পদটি প্রথম শ্রেণি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতিক্রমে পদোন্নতি দেওয়া হবে।
জানা যায়, এ পদোন্নতির ফলে শিক্ষকদের কোনো আর্থিক সুবিধা না বাড়লেও সামাজিকভাবে মর্যাদা বাড়বে। ফলে শিক্ষাক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া পদোন্নতির এ জট খুললে মাধ্যমিকের ওপরের বিভিন্ন পদায়নও সম্ভব হবে।
সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নন-ক্যাডার শিক্ষক পদে কর্মরত ১০ হাজার ৫০০ জন। এর মধ্যে পাঁচ হাজার ৪০৭ জন শিক্ষক এই পদোন্নতিতে যুক্ত হবেন।
Discussion about this post