নিজস্ব প্রতিবেদক
প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার দাবিতে নিয়োগ প্রত্যাশীরা। আগামী এক মাসের মধ্যে নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা না হলে কঠিন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয়া হয়।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সামনে অবস্থান করে এ কর্মসূচি পালন করা হয়।
নিয়োগ প্রত্যাশীরা জানান, নিবন্ধিত শিক্ষকরা সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫৭ হাজার শূন্যপদের তালিকা তৈরি করা হয়েছে। অথচ নানা অজুহাতে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না। দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য প্রতীকী অনশন কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন তারা।
তারা বলেন, সারাদেশে ৮০ হাজার পদ শূন্য অথচ এসব নিবন্ধিত বেকারদের নিয়োগ হচ্ছে না। দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এদের নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণের দাবি জানান নিয়োগ প্রত্যাশীরা। তাছাড়া মুজিববর্ষের সেরা উপহার হিসেবে ৫৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি একটি অন্যতম দৃষ্টান্ত হতে পারে বলে মতামত দেন তারা।
অনশনরত নিবন্ধনধারীদের বক্তব্য, তারা এ ধরনের আশার বাণী বিগত এক বছর থেকে শুনছে বলে জানান। কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর দিতে পারছে না প্রতিষ্ঠানটি। এ মাসের মধ্যে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়ে কর্মসূচি শেষ করেন নিবন্ধিত বেকার শিক্ষকরা।
Discussion about this post