– মো: জিয়াউল হক
১৯৫২ সাল, মুহুর্মুহু বুলেটের শব্দে,
কাঁপলো বাতাস, কাঁপলো মন,
বুলেট করলো বিদ্ধ সালাম, বরকতের দেহ,
বিদ্ধ করতে পারেনি ইস্পাতের মতন মনোবল!
গাছের কাকেরা দেখলো চেয়ে,
দেখলো স্রষ্টা, দেখলো পথের পঙ্গু ভিখারিটাও,
রক্ত গেলো বয়ে কর্ণফুলী নদীর মতন!
তবুও শেষ নিঃশ্বাসে বলছিলেন- “রাষ্ট্র ভাষা বাংলা চাই”!
ভাষা যেন মা, মা যেন ভাষা!
স্বপ্ন, আশা, ভালোবাসা!
Discussion about this post