নিজস্ব প্রতিবেদক
সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ শূন্যপদে পদায়নে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কাছে দরখাস্ত আহবান করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (১ মার্চ) থেকে কর্মকর্তাদের আবেদন গ্রহণ শুরু হবে।
আগামী ১৫ মার্চের মধ্যে সরকারি কলেজের শিক্ষক বদলি নীতিমালা-২০২০ অনুসারে বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের আবেদন করতে বলা হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্যকোন উপায়ে আবেদন করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Discussion about this post