নিজস্ব প্রতিবেদক
সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সুরক্ষায় করোনার টিকা নিশ্চিত করা হয়েছে। এবার করোনার টিকা পাচ্ছেন কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
গত ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে দেশের সব বিভাগীয় কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, সব স্তরের শিক্ষকরা যখন টিকার আওতায় আনা হচ্ছিল তখন আমাদের মধ্যে হতাশা কাজ করছিল। শেষ পর্যন্ত সরকার আমাদেরকে টিকার আওতায় আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
এদিকে সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও আবাসিক হলের শিক্ষার্থীদের পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরাও করোনার টিকা পাচ্ছেন বলে সোমবার (১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) এক আদেশে নতুন করে এ নির্দেশনা দেয়া হয়েছে।
Discussion about this post