নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে এবং এজন্য অনেক উন্নয়ন প্রকল্প সাময়িক স্থগিত রাখা হয়েছে বলেও শিক্ষকদের মনে করিয়ে দিয়েছেন তিনি। শনিবার (১৩ মার্চ) একটি শিক্ষক সংগঠনের আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, নিশ্চয়ই শিক্ষকদের উৎসব ভাতা পাবার বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে, এটাও মনে রাখবেন করোনা মহামারী পরিস্থিতিতে কিছু উন্নয়ন প্রকল্প সাময়িকভাবে স্থগিত রাখতে হচ্ছে। করণা মোকাবেলায় সরকারকে বিপুল পরিমাণে টাকা ব্যয় করতে হচ্ছে। বহু উন্নত দেশ করোনার টিকা প্রয়োগ শুরু করতে না পারলেও ইতোমধ্যে আমাদের টিকা প্রয়োগ শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, করোনা টিকা বিনামূল্যে মানুষ পাচ্ছে। সে বিষয়গুলো চিন্তা করতে হবে।
তিনি আরও বলেন, তাই মহামারি পরিস্থিতি বিবেচনায় আমাদের সব চাওয়া এই মুহূর্তে পূরণ নাও হতে পারে। তবে, আমাদের যে চাওয়াগুলো যৌক্তিক সেটি যেন আমরা যত দ্রুত সম্ভব পাই সেজন্য একযোগে কাজ করবো।
Discussion about this post