নিজস্ব প্রতিবেদক
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগে সুপারিশের সুযোগ নেই। ফলে মিথ্যা আশ্বাসে সুপারিশের নামে কোনো ব্যক্তির সাথে আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
মঙ্গলবার এনটিআরসিএ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
পুরো প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে। তবে কিছু অসাধু ব্যক্তি সুপারিশের নাম করে নিবন্ধীত প্রার্থীদের কাছ থেকে সুপারিশের নাম করে টাকা চাচ্ছে। কোনো ব্যক্তির সাথে এ ধরনের লেনদেন না করার জন্য প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছে।
Discussion about this post