নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষকদের নাম ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) আওতাভুক্ত হয়নি তাদের বেতনভাতা ম্যানুয়ালি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ বুধবার (৫ মে) প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. ইফতেখারুজ্জামান ভূঁইয়া সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. ইফতেখারুজ্জামান এতে জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা বিভাগের সব বিভাগীয় উপপরিচালকের সমন্বয়ে আজ বুধবার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষকের নাম এখনও ইএফটির আওতাভুক্ত হয়নি তাদের বেতনভাতা ম্যানুয়ালি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।
Discussion about this post