নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ (৫৩)।
বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বিভাগীয় সভাপতি প্রফেসর ড. অলী উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিভাগসহ শিক্ষক-শিক্ষার্থীরা। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সজ্জন ও মিষ্টভাষী ছিলেন। প্রসঙ্গত প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল দাওয়াহ বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিভাগের সভাপতি, হল প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির সহসভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি একজন অত্যন্ত গুণী শিক্ষক ছিলেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি করোনাজনিত মারাত্মক ফুসফুসের জটিলতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমান মৃত্যুবরণ করেন।
Discussion about this post