নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নকল্পে গৃহীত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের ১৩তম ব্যাচের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম এই প্রথম অনলাইনে শুরু হয়েছে। করোনার কারণে চলমান এ কার্যক্রম এত দিন বন্ধ ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে পেরেছি। শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এটি অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে যুক্ত ছিলেন সিইডিপির প্রকল্প পরিচালক ড. এ কে এম মুখলেছুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, সিইডিপির উপপ্রকল্প পরিচালক এ বি এম আবদুল হালিম, জনসংযোগ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম, তথ্যপ্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান।
Discussion about this post