নিজস্ব প্রতিবেদক
লকডাউন শেষ হওয়ার পর ১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা শুরু করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নব নিযুক্ত চেয়ারম্যান এনামুল কাদের খান।
বৃহস্পতিবার (৩ জুন) নিজ দপ্তরে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
এনামুল কাদের খান বলেন, করোনা পরিস্থিতি যখন ঊর্ধ্বগামী ছিল তখন প্রার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় মৌখিক পরীক্ষা শুরু করা যায়নি। তবে চলমান লকডাউন শেষ হওয়ার পর পরীক্ষা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া ও লকডাউন ঘোষণা করায় গত ৪ এপ্রিল ১৬তম নিবন্ধনের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। চলমান লকডাউনের মেয়াদ আগামী ৬ জুন শেষ হবে।
Discussion about this post