নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শারীরিক শিক্ষা শিক্ষকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে। সারাদেশে কর্মরত ৩০ হাজার শারীরিক শিক্ষার শিক্ষককে এক প্লাটফর্মে আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
ডাটাবেজের মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষকদের তথ্য সংগ্রহ করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে সম্প্রতি জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো এক নির্দেশনা বিষয়টি জানানো হয়েছে।
অধিদপ্তর আরও বলছে, এ ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের শরীরচর্চা, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিষয়ে শিক্ষাদান ও প্রশিক্ষণ প্রদান করা যাবে। এছাড়াও প্রায় ৩০ হাজার শারীরিক শিক্ষার শিক্ষককে অনলাইন রিফ্রেসার কোর্স এবং বিভিন্ন খেলার কোচ হওয়ার প্রশিক্ষণ দেয়া যাবে।
নির্দেশনায় জানানো হয়েছে, এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি তথ্য ফরম পাঠানো হবে। শিক্ষকদের তা পূরণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে ।
বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখতে ক্লিক করুন-
Discussion about this post