নিজস্ব প্রতিবেদক
সরকারি শিক্ষকদের মতো শতভাগ উৎসব বোনাসের দাবি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের থাকলেও আসন্ত ঈদুল আজহায় তাদের মূল বেতনের ২৫ শতাংশই উৎসব ভাতা পাচ্ছেন। এ সংক্রান্ত একটি জিও জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ঈদেও এমপিওভুক্ত শিক্ষকরা আগের নিয়মেই ২৫ শতাংশ আর কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব বোনাস পাবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়েছে। আগামী দুই-তিনদিনের মধ্যেই ব্যাংকে চেক পাঠাতে পারবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে লকডাউনের কারণে কিছুটা দেরি হতে পারে।
এদিকে আগের নিয়মেই শিক্ষকদের উৎসব ভাতার টাকা দেয়া হবে। ইএফটিতে বোনাস দেয়া হচ্ছে না। ইএফটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সেজন্য ঈদে বেতন-বোনাস ইএফটিতে দেয়া হচ্ছে না।
Discussion about this post