নিজস্ব প্রতিবেদক
ঈদের আগেই ১ হাজার ১৮০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধা টাকা ছাড় দেয়া হয়েছে। এ বাবদ ৫২ কোটি ৬০ লাখ টাকা অনুমোদন দিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনার মহাদুর্যোগে কঠোর লকডাউনের মধ্যেও রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় আসন্ন কোরবানির ঈদের আগে উল্লেখযোগ্য সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দেয়ার জন্য কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের সকল ছুটি বাতিল করা হয়। স্বল্প সংখ্যক জনবল নিয়ে কাজ করতে গিয়ে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীদের এজন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে।
শুক্রবার ও শনিবার বন্ধের দিনেও কল্যাণ ট্রাস্টের সচিবসহ কর্মকর্তা কর্মচারীরা অফিস করেন।
বলা হয়েছে, মঙ্গলবার কল্যাণ ট্রাস্টের সচিব এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও মাউশির মহাপরিচালকের যৌথ স্বাক্ষরে এক হাজার ১৮০ জন শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার ৫২ কোটি ৬০ লাখ ৫৭ হাজার ১৩১ টাকা ব্যাংকে ছাড় করা হয়েছে। ইএফটির মাধ্যমে আগামী বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব ব্যাংক একাউন্টে টাকা পৌঁছে যাবে বলে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
করোনাকালীন এই দুর্যোগের মধ্যে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীদের উক্ত কাজে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মাউশির (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর) মহাপরিচালক এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরাও সর্বোচ্চ সহযোগিতা ও উৎসাহ প্রদান করেছেন বলে জানান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।
Discussion about this post