শিক্ষার আলো ডেস্ক
বর্তমানে প্রাণঘাতী করোনার এই মহামারী সময়ে ঈদ বোনাসের টাকায় দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ।
শনিবার (১৭ জুলাই) তিনি তার নিজ এলাকা বগুড়ায় ৩০০ পরিবারকে এ খাদ্য সহায়তা দেন।
জানা যায়, ঢাবির এ শিক্ষক নিজের ঈদ বোনাসের ৭০ হাজার টাকায় দরিদ্রদের সহযোগিতায় কয়েকজন মিলে একটি ফান্ড গঠন করেন। এরপর বগুড়া পৌরসভার অধীন কয়েকটি গ্রাম ও রাজাপুর, শাখারিয়া ইউনিয়ন মিলে মোট ১২টি গ্রামের ৩০০টি দুস্থ ও দরিদ্র পরিবারকে ৯০০ কেজি চাল, ৯০০ কেজি আটা ও ৫০০ কেজি আলু বিতরণ করেন। এছাড়াও গ্রামে গ্রামে ঘুরে আরও কিছু মানুষের হাতে খাদ্য সহায়তা পোঁছে দেন ঢাবির এই শিক্ষক। এ কাজে তাকে আর্থিক সহযোগিতা করেছেন আমেরিকান প্রবাসী ড. সাদিক মালিক, সারজুল ইসলামসহ আরো কয়েকজন।
এ বিষয়ে শিক্ষক ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ বলেন, বাড়িতে এলে আমি চেষ্টা করি কিছু সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। আমি খবর নিয়ে দেখলাম আশেপাশে অনেক মানুষ কষ্টে আছে, সরকারিভাবেও তারা সহযোগিতা পায়নি। তাই ভাবলাম এবার বড় পরিসরে একটু চেষ্টা করি। আমার ঈদ বোনাসের ৭০ হাজার টাকাসহ কিছু মানুষের সহযোগিতায় একটি ফান্ড গঠন করি। সেটি দিয়ে ৩০০ পরিবারকে কিছু সহায়তা করেছি। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দেখেছি মানুষের কষ্ট। চেষ্টা করেছি সঠিক মানুষদের কাছে সাহায্য পোঁছে দিতে। এ কাজে আমাকে সহযোগিতা করেছে আমাদের ইউনিয়নের যুব সংঘ দল।
করোনার এই দুর্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের অসহায়ত্ব আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। তাই চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে ও সাহায্য করতে। আগামীকালও প্রায় ১০০ মানুষকে সহযোগিতা করব। আমি মনে করি সরকারের দায়িত্ব বেশি, যেহেতু তারা রাষ্ট্র পরিচালনা করছে। আমি সরকারকে এবং সমাজের বিত্তবানদের আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি ।
Discussion about this post