নিজস্ব প্রতিবেদক
প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিইটআই) সুপারিনটেনডেন্ট পদে আট জন সহকারী সুপারিনটেনডেন্টকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশে নীলফামারী পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট সেলিনা আখতার বানুকে একই পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট পদে চলতি দায়িত্বে পদায়ন করা হয়। সিরাজগঞ্জ পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট ফিরোজা খাতুনকে পাবনা পিটিআই, দিনাজপুর পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট মো. মনসুর আলমকে পঞ্চগড় পিটিআই এবং পটুয়াখালী পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট অরুণ কুমার পান্ডেকে বরগুনা পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট পদে চলতি দায়িত্বে পদায়ন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট অমলচন্দ্র সরকারকে টাঙ্গাইল পিটিআই, চাঁপাইনবাবগঞ্জের দাদনচক ফজরুল হক পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট মো. রবিউজ্জামানকে রাঙ্গামাটি পিটিআই, চট্টগ্রাম পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট রওশন আক্তার জাহানকে একই পিটিআই এবং ফরিদপুর পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট কৃষ্ণা রানী বসুকে গোপালগঞ্জ পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট পদে চলতি দায়িত্বে পদায়ন করা হয়।
Discussion about this post