নিজস্ব প্রতিবেদক
বিসিএস শিক্ষা ক্যাডার শিক্ষকদের অটিজম ও প্রতিবন্ধী শিক্ষা (এনএএএনডি) বিষয়ক মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামী ১৫ কর্মদিবসের মধ্যে ছক আকারে আবেদন আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন-
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বাস্তবায়নাধীন ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ৬টি ব্যাচে মোট ৩০০ জন শিক্ষককে (প্রতি ব্যাচে ৫০ জন করে) অটিজম ও এনডিডি বিষয়ক ১০ দিনব্যাপী মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে ছক মোতাবেক তথ্য পূরণ করে নির্ধারিত ই-মেইল (naandtraining@gmail.com) পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনের হার্ডকপি প্রদান না করতেও বলা হয়েছে।
যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : আবেদনকারীকে অবশ্যই বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তা হতে হবে; যারা আগে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন তাদের নতুন করে আবেদন না করতে বলা হয়েছে; যেসব শিক্ষকদের সন্তান অটিজম ও এনডিডি সমস্যা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে; মনোবিজ্ঞান, সমাজকল্যাণ ও সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপক পর্যায়ের শিক্ষকদেরও অগ্রাধিকার দেওয়া হবে; একীভূত শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা অগ্রাধিকার পাবেন এবং প্রশিক্ষণ আয়োজনের তারিখ, ভেন্যু ও প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা মাউশি অধিদফতর এবং এনএএএনডি প্রকল্পের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Discussion about this post