নিজস্ব প্রতিবেদক
ঢাকা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে আগামী দুই বছরের জন্য শিক্ষকরা তাদের প্রতিনিধিদের বেছে নেবেন। এবারের নির্বাচনে সাত পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন শিক্ষক। ইতোমধ্যেই বিভিন্ন পদে ৭ জন শিক্ষক মনোনয়ন পত্র সংগ্রহ করে নির্বাচন কমিশনারের কাছে দাখিল করেছেন।
শিক্ষক পরিষদে ৯ সদস্যের মধ্যে পদাধিকার বলে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ যথাক্রমে সভাপতি ও সহসভাপতির দায়িত্ব পালন করেন। আর বাকী সাত পদে হয় নির্বাচন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিন প্রার্থী। তারা হলেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলমগীর মিয়া।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীন উদ্দিন এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।
কোষাধ্যক্ষ পদে লড়ছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবাইদুল করিম এবং আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রহমতুল্লাহ।
সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা আফরোজা এবং ইংরেজি বিভাগের প্রভাষক আদনান হোসেন লড়ছেন সেবা ও প্রকাশনা সম্পাদক পদে। ক্রীড়া ও বিনোদন সম্পাদক পদে লড়ছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শ্রাবণী ধর এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাহমুদুর হাসান।
এছাড়া দুটি নির্বাহী সদস্য পদের বিপরীতে লড়বেন তিন প্রার্থী। তারা হলেন- রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নকুল চন্দ্র পাল ও একই বিভাগের প্রভাষক আসলাম হোসেন এবং ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. ফারুক হোসেন।
প্রার্থীরা বলছেন, শিক্ষক প্রতিনিধি হিসেবে সেবার মনোভাব নিয়েই নির্বাচনে অংশ নিয়েছেন তারা। সাধারণ শিক্ষক এবং কলেজ প্রশাসনের মাঝে যোগসূত্রের কাজ করে শিক্ষক পরিষদ।
প্রধান নির্বাচন কমিশনার ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, এটি শিক্ষকদের আভ্যন্তরীণ নির্বাচন। আমরা আগামী ১৩ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনের যে গঠনতন্ত্র ও আচরণবিধি রয়েছে সে অনুযায়ী আমরা নির্বাচন পরিচালনা করবো।
Discussion about this post