নিজস্ব প্রতিবেদক
বিনা অনুমতিতে দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বিভাগীয় উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর সই করা এবং আজ ১২ সেপ্টেম্বর প্রকাশিত আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অনেকেই চিকিৎসার জন্য, বা দেশের বাইরে ছুটিতে গেছেন, কিংবা অন্য কোনও ছুটি নিয়ে এবং কোনও কোনও ক্ষেত্রে ছুটির অনুমোদন না নিয়ে দীর্ঘদিন অতিবাহিত হওয়া সত্ত্বেও যে সকল জেলা থেকে তথ্য পাওয়া যায়নি, তাদের তালিকা পাঠাতে বলা হয়েছে।
নির্ধারিত ছকে শিক্ষকের নাম ও পদবি, বিদ্যালয়ের ঠিকানা, অনুপস্থিতির তারিখ, অনুপস্থিতির কারণ এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে, আদেশে তা উল্লেখ করতে বলা হয়েছে।
Discussion about this post