নিজস্ব প্রতিবেদক
ইতোমধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই হাজার ১৫৫ জন সহকারী শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন শেষ হয়েছে। সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। আর স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়া মাত্রই শিক্ষকদের যোগদান প্রক্রিয়া শুরু হবে। এই পুরো প্রক্রিয়া শেষ করতে এক/দুই মাস সময় লাগবে।
বুধবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিকের সহকারী শিক্ষকদের নিয়োগ নিয়ে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ ইমামুল হক।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দুই হাজার ১৫৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে নিয়োগের সব প্রক্রিয়া শেষ হয়েছে। এখন প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। স্বাস্থ্য পরীক্ষা শেষ হলেই সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে শিক্ষকদের যোগদান শুরু করানো হবে। নভেম্বর মাসের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করা হবে। এরপর ডিসেম্বর মাসে প্রার্থীদের যোগদান শুরু হবে।
এ প্রসঙ্গে অতিরিক্ত সচিব সৈয়দ ইমামুল হক জানান, মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন শেষ হয়েছে। এখন স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হতে সর্বোচ্চ দুই মাস সময় লাগবে। এরপর প্রার্থীরা যোগদান করতে পারবেন।
Discussion about this post