উৎসর্গ –
শেখ হাসিনা– জন মানুষের নেতা
বাঙালির কান্ডারী হয়ে এলেন পিতা– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২৫শে মার্চেও কালরাত্রি পার হয়ে এলো স্বাধীনতা।
বিসর্জন ও উৎসর্গের বিনিময়ে, আত্মোৎসর্গ আর দুঃখ–কষ্ট দিয়ে,
বিজয় ছিনিয়ে আনল জনতা।
পিতা জনগণের দুঃখ ঘুচালেন,
দেশ গড়লেন, ভালবেসে মানুষ গড়লেন,
হায়েনা ও শকুন তাড়ালেন,
দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে জাগালেন।
কখোন মন ভরেনা নিমকহারামের,
নিমকহারামি করেছিল পিতার সাথে,
শকুনেরা হানা দিয়েছিলো মায়ের বুকে,
জনগণ হারিয়েছিল অধিকার।
পিতার কোল ও নীড় হারা পাখিরা,
বুকের না বলা ব্যথা, অসহনীয় বেদনা নিয়ে,
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, জীবনের অনিশ্চয়তায়,
শকুন ও হায়েনাদের থাবাকে ভ্রুক্ষেপ না করে,
কান্ডারী হলেন তিনি।
বুলেট ও গ্রেনেডের মাঝে দাঁড়িয়ে,
চাপা আগুন পাথরে ঢেকে,
দাঁতে দাঁত চাপা দেশ গড়ার প্রতিজ্ঞায়।
সকল নিপিড়ন, অন্যায়–অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে,
দৃঢ় মুষ্ঠিতে ধরলেন হাল দেশের।
প্রাপ্য বুঝিয়ে দিলেন শকুন আর হায়েনাদের,
আর বুঝিয়ে দিলেন, এ দেশ কোন শকুন বা হায়েনার নয়,
এ দেশ জনগণের, এ দেশ সাধারণ মানুষের।
শুরু করলেন উন্নয়নের যাত্রা,
তলাবিহীন ঝুড়ি থেকে, মিসকিন অপবাদ ঘুচিয়ে,
ক্ষুধা, দারিদ্রতা, বসতি–হীনতা, চিকিৎসা, শিক্ষাসহ সকল অভাব অভিযোগ ঘুচিয়ে,
এই দেশকে নিয়ে গেলেন উন্নয়নশীলতার স্তরে।
পিতার এনে দেয়া স্বাধীনতাকে, মুক্তিকে,
’সোনার বাংলা’ স্বপ্নকে করলেন বাস্তব ও সমুন্নত।
মানদন্ডে রুপান্তরিত করলেন এদেশকে,
বিশ্ব শ্রদ্ধা ভক্তিতে মাথা নোয়ায়,
বাংলাদেশ, পিতা ও তাঁর – ’শেখ হাসিনার’ প্রতি।
লেখক- এস. এম. জাকির হোসেন
অধ্যক্ষ, ইনস্টিটিউট অব গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম
১১চৈত্র ১৪২৭ (২৫ মার্চ ২০২১)
Discussion about this post