শিক্ষার আলো ডেস্ক
নীলফামারীর জলঢাকার চিড়াভিজা গোলনা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে আরও ১০ শিক্ষক ও দুই কর্মচারীকে করোনা পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত শিক্ষার্থীদের কোয়ারেন্টাইনে রেখে শুরু হয়েছে পাঠদান। তবে আতঙ্কে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
২২ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকার পর, শনিবার সকালে আগের নিয়মেই চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হয়েছে ঠাকুরগাঁও বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তবে উপস্থিতি ছিলো অর্ধেকেরও কম। কারণ, করোনায় আক্রান্ত হবার ভয়।
শিক্ষকরা জানান, শিশু পরিবারে আক্রান্ত হওয়া ১৪ জনের মধ্যে পাঁচ জনই এই স্কুলের। আর বাকিরা সোনালি শৈশব বিদ্যানিকেতন ও এবং হাজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আক্রান্ত শিশুদের কোয়ারেন্টাইনে রেখে বিদ্যালয় চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
অপরদিকে, গোপালগঞ্জে এখনো বন্ধ আছে কোটালিপাড়া উপজেলার চার নং ফেরধরা সরকারি প্রথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির পাঠদান।
শিক্ষকরা জানিয়েছেন, আক্রান্ত দুই শিক্ষার্থী মোনালিশা এবং তিশা এখন অনেকটাই সুস্থ। আর তাদের সান্নিধ্যে থাকা বাকি শিক্ষার্থীদেরও খোঁজ নেয়া হচ্ছে।
Discussion about this post