নিজস্ব প্রতিবেদক
‘প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন’ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অব্যবস্থাপনার জন্য ক্ষোভ প্রকাশ করেছে । সংগঠনটির নেতারা নিবন্ধন পরীক্ষা বন্ধ করে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবি জানিয়েছেন।
শুক্রবার (৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
কর্মসূচিতে নেতারা বলেন, ২০০৫ সালে গঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উদ্দেশ্য ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষক নির্বাচন করা। তখন সনদের মেয়াদ ছিল পাঁচ বছর। ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে সনদ পেলেও সনদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল।
তবে বর্তমানে তাদের অভিযোগ, ২০১৩ সালের সনদের মেয়াদ পাঁচ বছর বাদ দিয়ে আজীবন করা হলে ম্যানেজিং কমিটি নামমাত্র পরীক্ষা নিয়ে নিজেদের মনোনীত প্রার্থীকে এগিয়ে রাখতো।
তারা জানান, নিয়োগ পরীক্ষায় নিবন্ধন মার্ক কোনও বিষয় ছিল না। এছাড়াও কিছু কিছু প্রতিষ্ঠান বারবার নিয়োগ পরীক্ষার নামে প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বাবদ বিপুল টাকা হাতিয়ে নিয়েছে।
এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ চাকরির সনদ। একাডেমিক সনদ নয়। তাই কৃত্রিম শিক্ষক সংকট দূরীকরণে প্যানেল ভিত্তিক নিয়োগের কোনও বিকল্প নেই।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আমির আসহার, সিনিয়র সহ-সভাপতি, সুজাউর রহমান, সহ-সভাপতি ফারহানা আজাদ সহ আরও অনেকে।
Discussion about this post