নিজস্ব প্রতিবেদক
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ।
দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
তিনি সচিব পদমর্যাদা এবং আনুষঙ্গিক সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post