নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষক সমিতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাহী পরিষদের ২০২২ সালের নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অফিসার ক্লাবে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। ভোটগণনা শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে।
শিক্ষক সমিতির এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ফেরদৌস। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহাহী ও একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক তাহমিনা ফেরদৌস বলেন, ইতোমধ্যে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণের কাজ চলছে। আমরা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবো।
Discussion about this post