শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিনকে সাময়িক অব্যাহতি দিয়েছে প্রশাসন।
অধ্যাপক খবির উদ্দিন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশের সংগঠন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ অংশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামবিরোধী বলে পরিচিত।
বুধবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের আর্থিক অনিয়মের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অধ্যাপক খবির উদ্দিনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে সিন্ডিকেট একটি স্ট্রাকচার কমিটি গঠন করেছে।
এ বিষয়ে অধ্যাপক খবির উদ্দিন বলেন, বিষয়টি এখনও তদন্তাধীন এ বিষয়ে কিছু না বলাই ভালো।
Discussion about this post