শিক্ষার আলো ডেস্ক
ছাত্রলীগের অসদাচরণের অভিযোগ এনে পদত্যাগ করা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলনচাঁপা হলের প্রভোস্ট সিরাজুম মনিরা ও চারজন হাউস টিউটর স্বপদে ফিরেছেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
তিনি বলেন, তারা পদত্যাগপত্র জমা দিলেও তা প্রশাসন কর্তৃক গৃহীত হয়নি। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সবকিছুর যবনিকা পতন হয়েছে। এখন সবকিছু স্বাভাবিকভাবে চলছে।
এর আগে ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় বিজয় দিবসে হল শিক্ষার্থীদের ফিস্টের টাকা নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব হল কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ করেছেন বলে অভিযোগ আনেন দোলনচাঁপা হল প্রভোস্ট সিরাজুম মনিরা।
১৫ ডিসেম্বর বিকেল পৌনে ৫টায় সিরাজুম মনিরা ও চারজন হাউস টিউটর রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর ১৭ ডিসেম্বর মনিরা ছাত্রলীগের বিরুদ্ধে আবারও অভিযোগ তুলে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন।
Discussion about this post