শিক্ষার আলো ডেস্ক
দেশের আরও ২ হাজার ২৭৮ জন শিক্ষক-কর্মচারীকে নতুন করে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এর মধ্যে স্কুল পর্যায়ে এক হাজার ৮৩০ জন ও কলেজ পর্যায়ে ৪৪৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভার্চুয়াল এই সভায় মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন ও দেশের ১০টি অঞ্চলের উপ-পরিচালকরা যুক্ত ছিলেন।
মাউশি পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. বেলাল হোসেন বলেন, আমাদের কাছে প্রায় ১০ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে যাচাই-বাছাই করে ২ হাজার ২৭৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের এক হাজার ৮৩০ জন ও কলেজ পর্যায়ের ৪৪৮ জন রয়েছেন।
অসঙ্গতিপূর্ণ আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই শেষে পরের সভায় তোলা হবে বলে জানান তিনি।
Discussion about this post