নিজস্ব প্রতিবেদক
বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার সরকারি আদেশে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, শিক্ষকদের বৈশাখী ভাতা দেয়ার বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পাঠানো প্রস্তাবে মন্ত্রণালয়ের অনুমোদন দেয়া হয়েছে।
গত বছর থেকে বৈশাখী ভাতা পাওয়া শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র জানায়, শিক্ষকদের বৈশাখী ভাতা দিতে প্রায় ১৮০ কোটি টাকার মতো প্রয়োজন হবে। ২০১৯-২০২০ অর্থবছরে এ টাকা বরাদ্দ রেখেছে অর্থ মন্ত্রণালয়।
৮ এপ্রিল বিকেলে বৈশাখী ভাতার চেকগুলো ব্যাংকে পাঠানো হবে।
২০১৮ খ্রিষ্টাব্দের ৮ নভেম্বর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সে বছর থেকেই শিক্ষকরা ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাচ্ছেন। এমপিওভুক্ত প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে এ বছর থেকে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পাবেন।
Discussion about this post