নিজস্ব প্রতিবেদক
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের জানুয়ারি থেকে মার্চ মাস (২০২০) পর্যন্ত মোট তিন মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এ টাকা তুলতে পারবেন। স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.১৯-১৬৮ তারিখ: ০৯/০৪/২০
ইবতেদায়ি শিক্ষকদের সরকারি অনুদানের টাকা তিন মাস পর পর মাদরাসা অধিদপ্তর থেকে ছাড় করা হয়। সর্বশেষ গত ডিসেম্বর মাসে শিক্ষকদের বেতন ছাড় করা হয়েছে। সে হিসাবে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন মার্চ মাসে ছাড়ের কথা ছিল। কিন্ন্তু মার্চ মাস পার হয়ে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ শেষেও শিক্ষকরা বেতনের টাকা পাননি। তাই বিগত মাস ধরে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রায় ১০ হাজার শিক্ষক। এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উদাসীনতাকে দায়ী করেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদের মহাসচিব মো. শামছুল আলম । দ্রুত বেতন ছাড় না করলে পরিবার নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন যাপন করতে হবে এই শিক্ষকদের। তাই দ্রুত এমপিও নীতিমালা অনুযায়ী বেতন ছাড় করার দাবি জানিয়ে আসছিলেন তারা।
এ নিয়ে শিক্ষার আলো সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা সংবাদ প্রকাশিত হয়। এ প্রসংগে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলেন, ‘করোনা ভাইরাসের কারণে ১৭ মার্চ হঠাৎ করে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। তাই এই বিলম্ব, আমরা ভবিষ্যতে মাদরাসা শিক্ষকদের বেতন দ্রুত ছাড়ের ব্যবস্থা নিব।অন্যদিকে মাদ্রাসা শিক্ষকরা সকল সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
Discussion about this post