নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন।
রোববার (৬ মার্চ) কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদরাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি/২০২২ সালের বেতন-ভাতার সরকারি অংশ সংশ্লিষ্ট সর্বমোট ১২টি চেক অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়/স্থানীয় কার্যালয়, ঢাকায় ৬ মার্চ হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা তাদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা আগামী ১০ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উত্তোলন করতে পারবেন।
জানা গেছে, শিক্ষকদের এমপিও শিটের কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইট থেকে এমপিও শিট ডাউনলোড করে শিক্ষকদের বেতন পরিশোধ করতে পারবেন।
Discussion about this post