নিজস্ব প্রতিবেদক
বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও শিটে পদবি সংশোধনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বেসরকারি মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর পর্যন্ত সংশোধিত এবং সর্বশেষ পরিমার্জিত) অনুযায়ী শিক্ষক কর্মচারীদের সঠিক পদবি, পদবির সংক্ষিপ্ত রূপ, বিষয় ইত্যাদি যথাযথভাবে না থাকায় জটিলতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ করতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটি কমিটি গঠন করেছে। কমিটি সুপারিশের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের পদবি, পদবির সংক্ষিপ্ত রূপ ও বিষয় নির্ধারণ করা হয়েছে। সে পদবিগুলো প্রকাশ করেছে অধিদপ্তর।
এ পরিপ্রেক্ষিতে মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের ছক অনুযায়ী পদবি, পদবির সংক্ষিপ্ত রূপ বিষয় এমপিও শিটে সংশোধন এবং এখন থেকে সঠিকভাবে পদবি, পদবির সংক্ষিপ্ত রূপ, বিষয় ইত্যাদি সংযোজন করতে বলা হয়েছে। অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা সব এমপিওভুক্ত মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post