শিক্ষার আলো ডেস্ক
ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় কারাগারে থাকা মুন্সীগঞ্জের বিজ্ঞানশিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল জামিন পেয়েছেন।৫ হাজার টাকা মুচলেকায় তাকে রোববার দুপুরে জামিন দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভূঁইয়া।কারাগারে যাওয়ার ১৯ দিনের মাথায় জামিন পেলেন এই শিক্ষক।
ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আসাদ বাদী হয়ে মামলাটি করেন। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২৩ ও ২৮ মার্চ আদালতে হৃদয় মণ্ডলের জামিন চাওয়া হয়েছিল। সে সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
হৃদয় মণ্ডল প্রায় ২১ বছর ধরে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে গণিত ও বিজ্ঞান বিষয় পড়ান। পরিবার নিয়ে স্কুলের পাশে একটি কোয়ার্টারে থাকেন।
স্কুল সূত্রে জানা গেছে, ২০ মার্চ দশম শ্রেণির মানবিক শাখার একটি ক্লাসে শিক্ষক না থাকায় হৃদয় মণ্ডল সেখানে যান। পরে তিনি বিজ্ঞান বিষয়ে পড়ানো শুরু করেন। এক পর্যায়ে বিজ্ঞান ও ধর্ম বিষয় নিয়ে তার সঙ্গে শিক্ষার্থীদের কয়েকজনের পক্ষে-বিপক্ষে কথোপকথন হয়। কোনো এক শিক্ষার্থী ওই কথোপকথনের ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনকে বিষয়টি জানানো হয়। প্রধান শিক্ষক সেদিনই হৃদয় চন্দ্রকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেন। তবে শিক্ষার্থীরা স্থানীয় কয়েকজন ও প্রাক্তন শিক্ষার্থীদের বিষয়টি জানায়। এর পরের দিন সকালে তারা বিদ্যালয়ে এসে ওই শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে শিক্ষক হৃদয় মণ্ডলকে গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়েছে সর্বমহল থেকে। বিশিষ্টজনরা চিঠিও দিয়েছিলেন।
হৃদয়ের জামিনের পর তার আইনজীবী শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘বিচারক পাঁচ হাজার টাকার বন্ডে হৃদয় মণ্ডলের জামিন আবেদন গ্রহণ করেছেন। যে কুচক্রী মহল দেশকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছিল, ধর্মকে ইস্যু করে হৃদয় মণ্ডলের মতো একজন বিজ্ঞানশিক্ষককে বিপদে ফেলতে চেয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি।’
হৃদয় মণ্ডল ক্লাসে ধর্মের কোনো অবমাননা করেননি দাবি করে তার আইনজীবী বলেন, ‘কারণ হৃদয় মণ্ডল তার কথোপকথনে বলেছেন, বিজ্ঞান হচ্ছে যুক্তি, ধর্ম হচ্ছে বিশ্বাস। কোর্টে বাদী আসাদও এ কথাই স্বীকার করেছেন।’
Discussion about this post