শিক্ষার আলো ডেস্ক
এমপিওভুক্তির দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রাপ্ত ডিগ্রি তৃতীয় শিক্ষক ফোরাম।
গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) স্মারকলিপি দেওয়ার পর ফোরামের শিক্ষক প্রতিনিধি শারমিন নাহার ও নাজমুল আরিয়ান বলেন, আমরা কয়েকবার ডিজি স্যারের সঙ্গে দেখা করলেও প্রতিবারই তিনি শুধু আমাদের আশ্বস্তই করেছেন। বাস্তবে কোনো আশার আলো দেখতে পাইনি।
তাদের বক্তব্য- একই প্রক্রিয়ায় আমরা নিয়োগ পেয়েও শুধুমাত্র এনটিআরসিএ প্রথম ও দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তিকরণের উদ্যোগ নেওয়া হয়, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকদের বাদ দেওয়া হয়েছে। যা খুবই আমানবিক ও নিয়ম বহির্ভূত।
এ বিষয়ে দ্রুত তথ্য সংগ্রহ করে এমপিওর আদেশ জারি করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।
গত ৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-সচিব সোনা মনি চাকমা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
আদেশে এনটিআরসিএর মাধ্যমে প্রথম ও দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ দেওয়া হয়। এতে বাদ পড়েন তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া ডিগ্রি তৃতীয় স্তরের শিক্ষকরা।
Discussion about this post