নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম আগামী জুন মাসে শুরু করা হতে পারে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত তারিখ জানানো হবে।
শনিবার (২৮ মে ) প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে আলোচনাকালে এসব কথা জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
প্রাথমিক ডিজি বলেন, এই মুহূর্তে আমাদের ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে। ফলে এখন বদলি শুরু করা হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সেজন্য নিয়োগ কার্যক্রম শেষে বদলি কার্যক্রম শুরু করা হবে। আশা করছি আগামী জুন মাসে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে পারবো।
তথ্যমতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম প্রায় দুই বছর ধরে স্থগিত রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অনলাইনে বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়। সেজন্য গাজীপুরের একটি উপজেলায় পাইলটিং করারও সিদ্ধান্ত হয়। পরবর্তীতে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে পর্যায়ক্রমে সব জেলা-উপজেলায় এই কার্যক্রম চালুর কথা থাকলেও সেটি এখনো আলোর মুখ দেখেনি।
অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
Discussion about this post