শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ও একজন শিক্ষকের পদোন্নতি চার বছরের জন্য স্থগিত করেছে প্রশাসন।
রোববার (২৯ মে) ৫১৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।
এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীকে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে চার বছরের জন্য পদন্নোতি স্থগিত করা হয়েছে।
এর আগে গত ৫১২ ও ৫১৩ তম সিন্ডিকেট সভার ওই তিন শিক্ষকের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে। তদন্তে এ তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়।
Discussion about this post