শিক্ষার আলো ডেস্ক
মসজিদে জমি দান করে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাজি আজহার আলি কলেজের সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষ৷ তিনি ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মসজিদের জন্য প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৩৫ শতক জমি দান করেছেন।
সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষকে সোমবার কাজি আজহার আলি কলেজের পক্ষ থেকে এই মহতি উদ্যোগের জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে। কলেজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন দাড়িয়া। বক্তৃতা করেন– উপাধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান, মাহফুজা খানম, হাবিবা কুমকুম, প্রসেন কুমার বিশ্বাস, মনজুরুল ইসলাম, আব্দুল হালিম, আবুল আহসান টিটু, মল্লিক আবু মুসা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তপন কান্তি দাস।
অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে প্রণব কুমার ঘোষকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন দাড়িয়া বলেন, ‘মসজিদে জমি দান করে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষ। তার এই মহৎ উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে অনুকরণীয় হয়ে থাকবে।’
Discussion about this post