শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রীকে যৌন হয়রানি করা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউডের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীকে চার বছরের জন্য ইনক্রিমেন্ট ও পদন্নোতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৯ মে) রাতে অনুষ্ঠিত ৫১৪তম সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে আনীত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি আরো বলেন, সিন্ডিকেটের প্রদত্ত শাস্তির থেকে আর একটু বেশি সুপারিশ করা হলেও সবকিছু পর্যালোচনা করে চার বছর পদন্নোতি স্থগিতের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। কিন্তু শাস্তি কতটুকু বেশি ছিল, গোপনীয়তার স্বার্থে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছি না।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৫ ও ২৭ জুন ইনস্টিটিউটের শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে দুই শিক্ষার্থী উত্ত্যক্ত ও যৌন হয়রানির লিখিত অভিযোগ করে। পরবর্তীতে ২ জুলাই অভিযোগ আমলে নিয়ে ৭ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহ্বায়ক ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক রেজিনা লাজ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৫০৪তম সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে এই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
Discussion about this post